Message of Chairman

আস্সালামুআলাইকুম অ রহমাতুল্লাহ্,

আলহামদুলিল্লাহ, মহান আল্রাহ পাকের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি ও আমি  আপনাকে মারকাযুল কোরআন ক্যাডেট একাডেমি (MQCA)তে স্বাগতম জানাই। আপনি  একজন মুসলিম অভিবাবক, একজন ছাত্র/ছাত্রী, একজন স্টাফ বা অন্য যেকোন শুভাকাংথী হিসাবে আমাদের MQCA এর শিক্ষা ব্যবস্থা শিক্ষার পরিবেশ ও সিলেবাস সম্পর্কে অতিব আগ্রহী হবেন আশাকরি। আমি আপনাকে আমাদের MQCAতে আমন্ত্রন জানাচ্ছি যাতে আপনি স্পস্ট করে বুঝতে পারেন যে, কেন আমাদের এই ইসলমীক ক্যাডেট একাডেমিটি আপনার সোনামনিদের জন্য সবচেয়ে ভাল পরিবেশ। ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রত্যেক এই প্রতিষ্ঠান শিক্ষার্থীর শ্রেষ্ঠত্ব প্রকাশের পথ প্রশস্থ করতে এগিয়ে চলছে।আমাদের মূল লক্ষ হচ্ছে-

  • মাদ্রাসা শিক্ষার সাথে সাথে সাধারণ শিক্ষা প্রদান করা ও বাংলাদেশের সর্বোচ্চ প্রতিযোগীতামূলক চাকুরী পদের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা।
  • সম্পূর্ন দ্বীনি পরিবেশে শিক্ষা প্রদান ও সহীসুদ্ধভাবে কোরআন শিক্ষার ব্যবস্থা।
  • আপনার সোনামনিদের জন্যিএকটি  ‍সিসি ক্যামেরা ও ডিজিটাল ডোর লক সম্বলিত আধুনিক নিরাপত্তা ব্যবস্থা্ নিশ্চিত করা।
  • ছাত্র/ছাত্রী ভর্তি, মাসিক বেতন আদায়, ছাত্র/ছাত্রী হাজিরা, ছাত্র/ছাত্রীর বাড়ীর কাজ, পরীক্ষার ফলাফল একটি সফটওয়ারের মাধ্যমে মেইনটেন করা।
  • যোগ্যতাসম্পন্য শিক্ষ শিক্ষিকা দ্বারা পাঠদান ও সুন্দর হাতের লেখার জন্য মনোনিবেশ প্রদান করা।

আমরা আমাদের বাচ্চাদের ইসলামীক ও নৈতিক শিক্ষার পাশাপশি বর্তমান বিশ্বের প্রতিযোগীতামূলক শিক্ষার অংশ হিসাবে ছাত্রছাত্রীদের প্রস্তুত করতে অংগীকারবদ্ধ। MQCA এর মোহতামীম সাহেব, নায়েবে মোহতামীম সাহেবে, একাডেমিক কমিটি,সকল শিক্ষক শিক্ষিকা ও স্টাফদের আন্তরিক ধৈন্যবাদ জানাই যাদের অসীম মেহনত ছাড়া এই প্রতিষ্ঠানের ছোট থেকে বড় কোন ধরনের সাফাল্য অর্জন করা সম্ভব হবে না।

আবারও আমি আপনাবে স্বাগতম জানাই ও আন্তরিকভাবে আশাকরি যে, মারকাযুল কোরআন ক্যাডেট একাডেমি (MQCA) আপনার সোনামনিদের নিয়ে আপনার মনের ভিতর সপ্ন জাগ্রত করবে।

আপনাকে আন্তরিক ধন্যবাদ